শিরোনাম

জাকের আলির ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : সংগৃহীত

জাকের আলির দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৯ রানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইনিংসের শুরুতে ১৯ বলে ১৮ রান করা জাকের শেষ ২২ বলে ৫টি ছক্কা ও ৩টি চারের সহায়তায় ৫৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন।

ইনিংসের শেষ দিকে জাকেরের তাণ্ডব আর শুরুতে পারভেজ হোসেন ইমনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশ দল ৭ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়।

সৌম্য সরকারের ইনজুরির কারণে দলে জায়গা পাওয়া পারভেজ ইমন ইনিংসের শুরুতেই ঝড় তোলেন। ওপেনিংয়ে নেমে ২১ বলে ৪টি চার ও ২টি ছক্কার মাধ্যমে ৩৯ রান করে আউট হন। ইনিংসের প্রথম চার ওভারেই বাংলাদেশ সংগ্রহ করে ৪০ রান, যার মধ্যে ইমনের অবদান ছিল ২৯ রান। অন্যদিকে লিটন দাস ছিলেন ধীরগতির, ১৩ বলে ১৪ রান করে আউট হন।

ইমনের বিদায়ের পর তানজিদ হাসান তামিম নতুন ব্যাটসম্যান হিসেবে নেমে ৯ বলে ৯ রান করেন। তবুও জাকের আলির শেষের ঝড়ো ইনিংস দলের স্কোরকে চ্যালেঞ্জিং লক্ষ্যে পৌঁছে দেয়।

  • usharbani
  • ঊষারবাণী
  • ওয়েস্ট ইন্ডিজ
  • বাংলাদেশ
  •