ফেসবুক ব্যবহার করতে সমস্যা পাচ্ছেন অনেক ব্যবহারকারী। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে অনেকেই ফেসবুকে লগইন করতে গিয়ে “Sorry, something went wrong” বার্তা দেখতে পান।
এ বিষয়ে অনেক ব্যবহারকারী সামাজিক মাধ্যম এক্স-এ স্ক্রিনশট শেয়ার করে সমস্যার কথা জানিয়েছেন।
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেও ফেসবুক ব্যবহারকারীরা একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ডাউনডিটেক্টরের তথ্যানুসারে, ৬৭ শতাংশ ব্যবহারকারী ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না, আর ৯ শতাংশ মোবাইল অ্যাপে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তবে এখনো ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।