শিরোনাম

গ্রুপ কলিং ফিচারে বিরাট পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ে বিপ্লব: নতুন লিঙ্ক ফিচার ও এআর ফিল্টার

জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বাড়ছে। অফিসিয়াল থেকে পারিবারিক প্রয়োজন—সবক্ষেত্রেই মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটির চাহিদা তুঙ্গে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন ফিচার যোগ করে যাচ্ছে। এবার গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে বড় পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি।

আগে হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ের সময় সকল সদস্যের ফোনে একসাথে রিং হতো। তবে নতুন আপডেটে এ ঝামেলা আর থাকবে না। এখন থেকে গ্রুপ কলিংয়ের জন্য একটি লিঙ্ক তৈরি করা যাবে, যেটিতে ক্লিক করলেই সদস্যরা কলটিতে যুক্ত হতে পারবেন। এর ফলে যে কোনো সময় যেকোনো সদস্য সহজেই গ্রুপ কলিংয়ে অংশ নিতে পারবেন। বছর দুয়েক আগেই কলের জন্য লিঙ্ক ফিচার আনা হয়েছিল, তবে এবার ব্যবহারকারীরা নিজেরাই এই লিঙ্ক তৈরি করে তা গ্রুপে শেয়ার করতে পারবেন।

এছাড়া, ভিডিও কলিং আরও আকর্ষণীয় করার লক্ষ্যে হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে অগমেন্টেড রিয়ালিটি (এআর) ফিল্টার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্ন্যাপচ্যাটের মতো ভিডিও কলের সময় ফিল্টারের মজা নিতে পারবেন। ফিল্টার ব্যবহার করে ত্বক মসৃণ দেখানো, কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোড, এবং ব্যাকগ্রাউন্ড এডিটিংয়ের সুযোগ থাকছে। ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশনসহ কাস্টমাইজড ব্যাকগ্রাউন্ড তৈরির সুযোগও থাকবে।

এতসব ফিচার হোয়াটসঅ্যাপের গ্রাহকদের জন্য গ্রুপ কলিং এবং ভিডিও কলের অভিজ্ঞতাকে আরও সহজ ও উপভোগ্য করে তুলবে।

  • usharbani
  • ঊষারবাণী
  • হোয়াটসঅ্যাপ
  •   local-nogod-300-x-250