বিএনপি মানেই বাংলাদেশ এখন পাকিস্তান : মতিয়া চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৪:২৩:০১,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮২ বার পঠিত
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মধ্যদিয়ে ষড়যন্ত্রকারীদের উত্থান হয়েছিলো।
মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়াস ইন্সটিটিউটে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্টের গ্রেনেড হামলার স্বরণে এক আলোচনা সভায় তিনি আরও বিএনপির প্রতক্ষ্য মদদেই জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ছিলো।এরই ধারাবাহিকতায় ছিলো ২১ আগস্টের গ্রেনেড হামলা। তাই চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দিতে হবে।
২১ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকায় বিএনপিকে নিষিদ্ধের দাবি জানিয়ে আওয়ামী যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন, বিদেশিদের সঙ্গে যোগসাজশে ষড়যন্ত্র করে দেশ ধ্বংসের চক্রান্ত বিএনপি-জামায়াতের রাজনীতির মতোই পরাজিত হবে।
সভায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাকারী বিএনপিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিষিদ্ধের দাবি জানান।
তিনি বলেন,‘বিদেশিদের সঙ্গে যোগসাজশে ষড়যন্ত্র করে দেশ ধ্বংসের চক্রান্ত বিএনপি-জামায়াতের রাজনীতির মতোই পরাজিত হবে।’
সভায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত,মুজিবুর রহমান চৌধুরী,আব্দুর সাত্তার মাসুদ,মাহবুবুর রহমান হিরণ,আতাউর রহমান, শাহজাহান ভূঁইয়া মাখন,ইঞ্জিনিয়ার নিখিল গুহ,মো. আনোয়ার ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি,সুব্রত পাল,সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি,দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান ও শিক্ষা সম্পাদক মিজানুল ইসলাম মিজু,ঢাকা উত্তর যুবলীগের সভাপতি জাফর মাঈনুল হোসেন খান নিখিল,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।