এসএসসিতে কুলাউড়ায় গড় পাশের হার ৭৫.৮৯ভাগ,- শীর্ষে কুলাউড়া বালিকা হাইস্কুল
প্রকাশিত হয়েছে : ৭:৪৯:৩৬,অপরাহ্ন ২৯ জুলাই ২০২৩ | সংবাদটি ১৫৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২২০টি। এ উপজেলায় ৩৯৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০২৩ জন পরীক্ষার্থী পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৭৫.৮৯ ভাগ।জিপিএ ৫.০০ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে যথাক্রমে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ৫০টি, নবীনচন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ৪২টি এবং জালালাবাদ হাইস্কুল ২৪টি। পাশের হারে শীর্ষে রয়েছে যথাক্রমে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ৯৬.১১%, ইউছুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয় ৯৪.৬৭%, কর্মধা উচ্চ বিদ্যালয় ৯৩.৮৭% এবং নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় ৯০.২২%।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ৯৬.১১%পাশসহ ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০টি জিপিএ-৫সহ ১৭৩জন পরীক্ষার্থী পাশ করেছে। কুলাউড়া উপজেলায় নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ৯০.২২% পাশ ২২৫ জন সহ ৪২টি জিপিএ ৫.০০ সহ ২০৩ জন পরীক্ষার্থী পাশ করেছে, ইউছুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩টি জিপিএ-৫.০০সহ ৭১জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৯৪.৬৭%। কর্মধা উচ্চ বিদ্যালয়ে ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮টি জিপিএ-৫.০০সহ ৯২জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৯৩.৮৭%। লক্ষীপুর মিশন উচ্চ বিদ্যালয়ে ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৯২.৬৮%। শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৯১.৬৬%। ছকাপন উচ্চ বিদ্যালয়ে ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫টি জিপিএ-৫.০০সহ ৯৮জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার৮৯.৯১%। বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫টি জিপিএ-৫.০০সহ ৭৮ জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৮৯.৬৫%। উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে ১২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১১টি জিপিএ-৫.০০সহ ১১৩জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার৮৮.৯৮%। ভূকশিমইল মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ১২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১১টি জিপিএ-৫.০০সহ ১০৫জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার৮৬.৭৮%। হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫টি জিপিএ-৫.০০সহ ৪১জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৯৭%। টিলাগাঁও এ.এন উচ্চ বিদ্যালয়ে ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১টি জিপিএ-৫.০০সহ ৭১জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার৮৯.৮৭%। হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ে ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১টি জিপিএ-৫.০০সহ ১২১জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৮৪.৬১%। জালালাবাদ হাইস্কুল ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪টি জিপিএ-৫.০০সহ ১৬২জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৭৯.৮০%। রাজনগর উচ্চ বিদ্যালয়ে ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার৮২.৫০%। শাহ সুন্দর হাইস্কুল ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২টি জিপিএ-৫.০০সহ ৮৩জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৭৯.৮১%। অগ্রনী উচ্চ বিদ্যালয়ে ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫টি জিপিএ-৫.০০সহ ৬৯জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার৭৭.৪০%। রাউৎগাঁও হাইস্কুল এন্ড কলেজ ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫টি জিপিএ-৫.০০সহ ৮৪জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৭৭%। আলী-আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪টি জিপিএ-৫.০০সহ ১৪৮জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৭৬.৬৮%। দিলদারপুর উচ্চ বিদ্যালয়ে ১১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩টি জিপিএ-৫.০০সহ ৮৮জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৭৫.২১%। মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১টি জিপিএ-৫.০০সহ ৪১জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৭৩.২১%। কানিহাটি উচ্চ বিদ্যালয়ে ২১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪টি জিপিএ-৫.০০সহ ১৫৩জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৭১.৪৯%। গজবাগ আহমদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২টি জিপিএ-৫.০০সহ ৪৬জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৭১.৮৭%। মহতছিন আলী উচ্চ বিদ্যালয়ে ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ১০টি জিপিএ-৫.০০সহ ৯২জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৭০.২৩%। নয়াবাজার কেসি হাইস্কুল ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬টি জিপিএ-৫.০০সহ ১১০জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৭০%। সিংগুর হাইস্কুল ১২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫টি জিপিএ-৫.০০সহ ৮৮জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৬৯.২৯%। ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১টি জিপিএ-৫সহ শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪জন পরীক্ষার্থী পাশ করেছে।ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩টি জিপিএ-৫.০০সহ ৯৮জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৬২.৪২%।শাহজালাল উচ্চ বিদ্যালয়ে ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার৬১.৩৬%। সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৪৫.৮৩%। লংলা উচ্চ বিদ্যালয়ে ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৬৫%। হায়দরগঞ্জ হাইস্কুল ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৬৮%। সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৬৬.৯৮%। বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ ২৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১টি জিপিএ-৫.০০ সহ ১১১জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৪২.৬৯%। নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৩৭.৬৮%। সাধনপুর হাইস্কুল ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯জন পরীক্ষার্থী পাশ করেছে। মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩জন পরীক্ষার্থী পাশ করেছে।