কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২:০৬:৫৯,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ৮২ বার পঠিত
রেহানা আক্তার নাসিমা, কুলাউড়া থেকে :
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা জাতীয় পার্টির পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার ছামি ইয়ামী হোটেল এন্ড রেস্টুরেন্টে। গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায়। জেলা জাতীয় পার্টি,সম্মেলন প্রস্তুতি কমিঠির যুগ্ন আহবায়ক প্রফেসর মোহাম্মদ মোতাহের হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক হায়দর আলী এর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিঠির আহবায়ক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান ডালিম।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন- জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিঠির আহবায়ক মোঃ এনামুল হক তালুকদার,যুগ্ন আহবায়ক ডাঃ রুবেল আহমেদ, জেলা জাতীয় পার্টির সদস্য প্রফেসার রেহেনা আক্তার নাছিমা, কুলাউড়া উপজেলা জাতিয় পার্টির সহ-সভাপতি আফতাব উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সাবেক নেতা ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক চৌধুরী, ব্যবসায়ী নেতা খায়রুল ইসলাম শামীম ও নজরুল ইসলাম। এ সময় জাতীয় পার্টি ইউনিয়ন পর্য ায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে এক ডিনার পার্টির আয়োজন করা হয়। এত জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ জুড়ী উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও ফুলতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ , সাংবাদিক রাহেলা সিদ্দিকা ও সাংবাদিক জাকির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।