ইনস্টাগ্রামে মিলিয়ন ছাড়াল পূর্ণিমার ফলোয়ার
প্রকাশিত হয়েছে : ৪:৫৫:২৪,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১৪ বার পঠিত
বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রের হার্টথ্রব নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয় দক্ষতা দেখিয়ে অনেক আগেই জয় করে নিয়েছেন ভক্তদের হৃদয়। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘সুভা’, ‘শাস্তি’, ‘আমার স্বপ্ন আমার সংসার’সহ অসংখ্য ব্যবসা সফল ছবিতে দেখা গেছে তাকে। মডেলিং ও টিভি নাটকেও মাঝেমধ্যে পাওয়া যায় তাকে।
পূর্ণিমার ভক্ত-অনুরাগীর সংখ্যাও কম নয়। তার হালহকিকত জানতে সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখেন ভক্ত-অনুরাগীরা।
ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে এ অভিনেত্রীর অনুসরণকারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।
আর এতে খুব খুশি নায়িকা পূর্ণিমা। ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্টও করেছেন। লিখেছেন, ‘ইনস্টাগ্রামে এক মিলিয়ন অনুসরণকারী পূর্ণ হওয়ায় আমি খুবই সম্মানিত। খুব ভালো লাগছে। আমাকে যারা অনুসরণ করছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সত্যিই এটি আমার জন্য বিশাল পাওয়া।’
জনপ্রিয় এ অভিনেত্রী ফেসবুকেও দারুণ সক্রিয়। তার ভেরিফায়েড ফেসবুক পেইজে ফলোয়ারের সংখ্যা ১৩ লাখেরও বেশি।