ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান
প্রকাশিত হয়েছে : ৩:৫০:২৫,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩১৯ বার পঠিত
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজার ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ২১ আগস্ট ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স। অভিযানকালে পূর্ব ব্রাক্ষণবাজারে অবস্থিত পলাশ এন্ড প্রকাশ হোটেলকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত ঘিলাছড়া হোটেলকে ২ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত হোটেল নাইওরীকে ৩ হাজার টাকা, মৌলভীবাজারে রোডে অবস্থিত আনমনা বিউটি পার্লারকে ১ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, খোলা অবস্থায় রাস্তার পাশে খাদ্য পণ্য রেখে বিক্রয় করা, বিউটি পার্লারে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী রাখাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।