কুলাউড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ৪:২৯:৫৯,অপরাহ্ন ২৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৬০ বার পঠিত
বিশেষ প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া শাখার উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৩শে আগষ্ট শুক্রবার সকালে মাগুরাস্থ গৌরাঙ্গ মহাপ্রভূর দেবালয় থেকে যৌথভাবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কুলাউড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, তরুণ সনাতন যুব সংঘের আহবায়ক সুজিত দে, গৌরাঙ্গ মহাপ্রভূর দেবালয়ের সভাপতি বিশ্বজিত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কাঞ্চন রায় সহ পূজা উদযাপন পরিষদের সকল ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।