পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় নারীসহ আহত ৪০
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:২৪,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮৪ বার পঠিত
নিউজ ডেস্ক : তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ছাতক উপজেলার সদর ইউনিয়নের ব্রাম্মনগাঁও গ্রামের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত ফয়জুল আহমদ (৫০), আমিনা বেগম (৪৩), হেলাল মিয়া (২৪) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাম্মনগাঁও গ্রামের বাসিন্দা সাব্বির মিয়ার সাথে একই গ্রামের হেলাল মিয়ার গ্রাম্য একটি সমিতির টাকা নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে কিছু সময়ের মধ্যে উভয় পক্ষ লাটিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১০ জন আহত হয়। পরে এলাকার স্থানীয় মুরব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ৩ জনকে সিলেটে ও অন্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুরায় রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শৈলজুরা ইউনিয়নের গায়েবপুর গ্রামের দিদাল আলী ছেলে কামাল মিয়ার সাথে একই গ্রামের ইউসুফ আলীর ছেলে লাল মিয়া বাড়ির রাস্তা কাটা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সকালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হন।
পরে স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। হবিগঞ্জ সদর থানার (ওসি-তদন্ত) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।