কুলাউড়ায় বাদে ভূকশিমইল সেবা সংঘের ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ৮:২১:৫০,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ১২৩৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের এক ঝাঁক তরুণ মিলে “বাদে ভূকশিমইল সেবা সংঘ” নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠার পরপরই এলাকায় সমাজ সেবামূলক কার্যক্রম শুরু করে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠার এখনো একমাস অতিবাহিত হয়নি অথচ ইতিমধ্যে তাদের উদ্যোগে গ্রামে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
“বাদে ভূকশিমইল সেবা সংঘের” কাজের উৎসাহ দেখে এলাকার বেশ কিছু প্রবাসী তরুণ তাদের দিকে আর্থিক সহযোগিতার হাত প্রসারিত করেছেন। তাদের মধ্যে প্রবাসী আজমল ইসলাম, ইমরান হোসেইন, শাহ অজাই আলী, হেলাল উদ্দিন, সাহাব উদ্দিন, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ শাহ আলম, মোঃ জাহিদ হাসান, সাবু মিয়া ও সাজ্জাদুর রহমান মজমিল প্রমুখ।
প্রবাসীদের নিকট হতে প্রাপ্ত অর্থ ও সংগঠনটির কার্যকরী কমিটির সকলের অর্থায়নে গ্রামের রাস্তা সমূহে বৈদ্যুতিক লাইটিং এর কাজ চলছে এবং ইতিমধ্যে এলাকার মূল সড়কের সকল পয়েন্টে লাইটি সংযোগ করা হয়েছে। বর্তমানে রাতের বেলা বাদে ভূকশিমইল গ্রামকে দেখলে আর গ্রাম মনে হচ্ছেনা। মনে হচ্ছে একটি মিনি মিউনিসিপ্যালিটি। আর বাদে ভূকশিমইল সেবা সংঘের উত্থানের পিছনে অন্যতম কারিগর হলেন, গ্রামের তরুণদের আইকন জহিরুল ইসলাম যিনি সংঘঠনটির সভাপতির দায়িত্বে নিয়োজিত। সাধারন সম্পাদক হিসেবে রয়েছেন এবাদুর রহমান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আব্দুল বাছিত বাবলু, আহমেদ সুইট, ফয়সল আহমদ, রুবেল আহমদ, আল আমিন আহমদ রুবেল, আব্দুল হান্নান, বেলাল হোসেন, নাইম আহমদ, বিপুল আহমদ, কামরুল ইসমলাম, আকরাম হোসেন, মেহেদি হাসান, মামুন আহমদ, তামন খান, রিপন আহমদ, আবু সালেক, জামিল আহমদ প্রমুখ।