আঞ্জুমানে আল ইসলাহ ফ্রান্সের আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৭:৩০:০৯,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৯৫ বার পঠিত
আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় পরিষদ ফ্রান্সের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্যারিসের স্থানীয় সময় বিকেলে একটি রেস্তুরায় এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাফিজ এখলাছুর রহমান রাজুর সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক ক্বারী আবু সিদ্দীক আনসারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি মাওলানা সাজ্জাদুর রহমান, সহ সভাপতি সিদ্দিকুর রহমান নবেল, সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান,সাংগঠনক সম্পাদক জিল্লুর হুদা, প্রধান উপদেষ্টা ক্বারী মির্জা সফিকুর রহমান, মহানগর আল ইসলাহর সিনিয়র সহ সভাপতি হাফিজ জিল্লুর রহমান, মহানগর আল ইসলাহর সেক্রেটারি মুফতি মাওলানা মাসুক আহমদ, সহ সেক্রেটারি মাওলানা আমিন আহমদ।
সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওলানা হেলাল আহমদ।
সভায় আগামী মহরম মাসে পবিত্র আশুরা দিবস পালনের প্রস্তুতি ও কাশ্মীরের অসহায় মুসলিমদের উপর নির্যাতনসহ বিশ্বের নির্যাতিত মুসলিম উম্মাহের জন্যে দোয়া করা হয়।