দুই দিনের সফরে কাল সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৫:৪৬:৩২,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩২১ বার পঠিত
নিউজ ডেস্ক : সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন দুই দিনের সফরে সিলেট আসছেন আগামীকাল। ৩০ আগস্ট শুক্রবার স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে তিনি যোগদান করে পরদিন ৩১ আগস্ট শনিবার সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবেন। পরে ১২টায় পশ্চিম সদর উচ্চ বিদ্যালয়ের ভবন সম্প্রসারণের নির্মাণ কাজের উদ্বোধন ও মোগলাগাঁও ইউনিয়ন পরিষদে টিআর কাবিখার আওতায় মোগলগাঁও ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন, দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর মাদ্রাসার ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগদান ও বিকাল ৫টায় হাফিজ কমপ্লেক্সে সিলেট মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় যোগদান করবেন।
পরদিন শনিবার সকাল ১০টায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ৪০ মিনিটের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেট ত্যাগ করবেন মন্ত্রী।