সড়কে প্রাণ গেল মাধবপুরের ছাত্রলীগ নেতা নিহত
প্রকাশিত হয়েছে : ১১:৩৯:৫৬,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪২৪ বার পঠিত
নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমেদ রুবেল (৩৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার ধর্মঘর গ্রামের ফজলুর রহমানের ছেলে। রোববার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলা পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও দুই জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাধবপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, সন্ধ্যায় সিলেট থেকে একটি মাইক্রোবাস ঢাকা যাচ্ছিল। পথে ওই এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে রুবেলকে চাপা দেয়। রুবেলকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।