সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: নারী নিহত, আহত ২৫
প্রকাশিত হয়েছে : ৯:০৭:১৩,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৭৫ বার পঠিত
নিউজ ডেস্ক : দক্ষিণ সুনামগঞ্জে সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) ১১ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সংঘর্ষে আরও ২৫ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের পঞ্চায়েতের সাথে ফকির মেম্বারের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ফকির মেম্বার গোষ্ঠীর এক নারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষনিক সময়ে কারো নাম পাওয়া যায়নি।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। আর এখন কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।