জাপায় মহাসংকট ; বিভক্তির পথে এরশাদের দলটি
প্রকাশিত হয়েছে : ১:৩০:১১,অপরাহ্ন ০৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫৭ বার পঠিত
নিউজ ডেস্ক : রওশন, কাদের দুজনই চেয়ারম্যান দাবিদার # দুই পক্ষই বলল মহাসচিব রাঙ্গা, তবে কারো সঙ্গেই দেখা যায়নি তাকে , # পার্টিতে কী হচ্ছে, এবারও ভেঙে যাচ্ছে নাকি :রওশন #রওশন আমার মায়ের মতো, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব :জি এম কাদের # চেয়ারম্যান হিসেবে অন্য কারো স্বাক্ষর গ্রহণ না করতে ইসিতে রওশনের চিঠি। উপনির্বাচনের জন্য পালটা পার্লামেন্টারি বোর্ড গঠন # উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের আজ সাক্ষাত্কার নেবে জি এম কাদেরের গঠিত পার্লামেন্টারি বোর্ড। কাদেরের বোর্ডে সাক্ষাত্কার দিচ্ছেন না রওশনপুত্র সাদ
এইচ এম এরশাদের মৃত্যুর মাত্র এক মাস একুশ দিনের মাথায় নিজেদের কলহে বড় কোপ লাগলো তার রেখে যাওয়া জাতীয় পার্টিতে (জাপা)। সংসদের ভেতরে-বাইরে দলের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ প্রশ্নে এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও সহোদর জিএম কাদেরের মধ্যে চলমান বিরোধের জের ধরে দলটি আনুষ্ঠানিকভাবে দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। মৃত্যুর আগে জিএম কাদেরকে দলের চেয়ারম্যান হিসেবে এরশাদ লিখিতভাবে ঘোষণা দিয়ে গেলেও গতকাল বৃহস্পতিবার রওশনকে পাল্টা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন তার অনুসারীরা। তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় জিএম কাদের বলেছেন, এরশাদের দিয়ে যাওয়া সিদ্ধান্ত ও দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনিই দলের বৈধ চেয়ারম্যান। দলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেন কাদের। অন্যদিকে, উভয় পক্ষই বলেছে- দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। দুই পক্ষেরই দাবি, রাঙ্গা তাদের সঙ্গে রয়েছেন। তবে গতকাল রওশন ও কাদেরের পৃথক সংবাদ সম্মেলনে কোথাও দেখা যায়নি রাঙ্গাকে। সবমিলিয়ে মহাসংকটে পতিত সংসদের প্রধান বিরোধীদল জাপা আরেক দফা ভাঙ্গনের মুখে। যদিও দুই পক্ষই দাবি করেছে, জাপা ভাঙ্গেনি।
গতকাল রাজধানীর গুলশানে রওশনের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার উপস্থিতিতে তাকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এসময় আনিস বলেন, ‘যেহেতু দলের চেয়ারম্যান এরশাদ সাহেব আমাদের মাঝে নেই, সেই কারণে পার্টির গঠনতন্ত্রেই উল্লেখ থাকা সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এখন পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল করে গণতান্ত্রিক উপায়ে স্থায়ী চেয়ারম্যান ঠিক করা হবে। পরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় জিএম কাদের বলেছেন, ‘যে কোনো লোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলে দিল অমুক চেয়ারম্যান, এটা হয় নাকি!’
পার্টিতে কি হচ্ছে, এবারও ভেঙ্গে যাচ্ছে নাকি: রওশন
সংবাদ সম্মেলনের শুরুতে রওশন এরশাদ বলেন, ‘পার্টি এখন উদ্বিগ্ন আছে। পার্টিতে কী হচ্ছে? জাপা অতীতেও ভাগ হয়েছে, এবারও কি সেটি হচ্ছে নাকি, এখন সেই প্রশ্ন। এরশাদ কত কষ্ট করে তিল তিল করে এই পার্টি গড়ে তুলেছেন, এখন সেই পার্টিটা ভালোভাবে চলুক, মান অভিমান ভুলে যারা চলে গেছে, তারা ফিরে আসুক। আমি চাই পার্টির সবাই মিলেমিশে জনগণের সেবা করব।’ এছাড়া এরশাদের আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া রওশন নিজে আর কিছু বলেননি। এমনকি প্রশ্নোত্তরের সময় একটি প্রশ্নের জবার দেওয়ার জন্য তাকে মাইক দেওয়া হলেও তিনি এড়িয়ে যান।
রওশনের বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাপা আনুষ্ঠানিকভাবে ভাঙ্গেনি। রওশন এরশাদ গঠনতন্ত্র অনুযায়ীই চেয়ারম্যান। রওশন এরশাদের সম্মতিতে জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান হিসেবে সম্মান দেওয়া হবে। আপনাদের মহাসচিব কে? এর জবাবে আনিস বলেন, ‘রাঙ্গা মহাসচিব, ওনার সাথে আমাদের কথা হয়েছে, আমাদের প্রতি তার সমর্থন রয়েছে, তবে একটা মিটিংয়ে থাকার কারণে উনি এখানে আসতে পারেননি।’ কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি এসএম ফয়সল চিশতি মোবাইলে কথোপকথনকালে সাংবাদিকদের বলেন, ‘এই যে রাঙ্গা ভাই ফোন করেছেন।’
সংসদের বিরোধীদলীয় নেতা কে হবেন? প্রশ্ন করা হলে ব্যারিস্টার আনিস বলেন, সেটা পার্লামেন্টারি পার্টির বৈঠকে সিদ্ধান্ত হবে। পার্লামেন্টারি পার্টির বৈঠক এখনও হয়নি। এসময় তিনি বলেন, ‘জিএম কাদের পার্লামেন্টারি বোর্ড ও বিভাগীয় কমিটি গঠন এবং আটজনকে প্রেসিডিয়াম সদস্য করাসহ সবকিছুই করেছেন পার্টি ভাঙ্গার জন্য। পার্টিতে তার বিশৃঙ্খলা সৃষ্টি ও পার্টি ভাঙ্গা নতুন নয়, এর আগেও তিনি রংপুরে তৃণমূল জাপা করেছিলেন। সেজন্যই আমরা বলছি- তার এসব গঠনতন্ত্রবিরোধী কার্যক্রম সম্পূর্ণ অবৈধ।’ জিএম কাদের তো প্রেসিডিয়ামের বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন, সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, প্রেসিডিয়াম বৈঠকের নামে সেখানে বাইরের লোকজনও ছিল। কাজেই আমার জানামতে, এরশাদের মৃত্যুর পর জাপার প্রেসিডিয়ামের কোনো বৈঠক এখন পর্যন্ত হয়নি।
রওশনের এই সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ ও এসএম ফয়সল চিশতি ছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু এমপি, ফখরুল ইমাম এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, সেলিম ওসমান এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, মীর আবদুস সবুর আসুদ, মেজর (অব.) খালেদ আখতার ও শফিকুল ইসলাম সেন্টু, দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব ও স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি এবং ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মিলন ও নূরুর রহমান নূরু উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনস্থলে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। নারায়ণগঞ্জ ও ঢাকার হাজার খানেক কর্মী সেখানে রওশনের পক্ষে মহড়া দেন। কাদেরপন্থি একটি গ্রুপ মোটরসাইকেল যোগে সেখানে ঢুকতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
রওশন আমার মায়ের মতো, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেব: জিএম কাদের
বনানী কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে জিএম কাদের বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী এইচএম এরশাদ আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গেছেন। দলের প্রেসিডিয়ামও তাতে সমর্থন দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রওশন এরশাদ আমার মায়ের মতো, আশা করি তিনি এমন কিছু করবেন না-যাতে তার সম্মান নষ্ট হয়। আমি শুনেছি সংবাদ সম্মেলনে রওশন এরশাদ নিজ মুখে বলেননি যে তিনি চেয়ারম্যান।
দল ভাঙ্গনের মুখে পড়েনি দাবি করে কাদের বলেন, যে কোনো লোক যে কোনো জায়গায় বলে দিল- তিনি রাজা। এটা তো হয় না। রাজার তো রাজত্ব থাকতে হবে, প্রজা থাকতে হবে। তিনি বলেন, প্রেসিডিয়াম সদস্যদের অধিকাংশদের সমর্থন নিয়েই আমাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে এবং দলীয় এমপিদের অধিকাংশের সমর্থন নিয়েই সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে আমার নাম ঘোষণার জন্য স্পিকারকে চিঠি পাঠানো হয়েছে।
জাপার প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি জানান, এইচএম এরশাদ যেহেতু জিএম কাদেরকেই দলের চেয়ারম্যান করে গেছেন সেই কারণে তার প্রতিই তাদের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, আমরা চাই জিএম কাদেরই বিরোধীদলীয় নেতা নির্বাচিত হবেন।
এই সংবাদ সম্মেলনে জিএম কাদেরের সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, সালমা ইসলাম এমপি, নাজমা আক্তার এমপি, সুনীল শুভরায়, এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান মোস্তফা, রানা মোহাম্মদ সোহেল এমপি ও আলমগীর শিকদার লোটন উপস্থিত ছিলেন। দলের প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু উভয় সংবাদ সম্মেলনেই উপস্থিত থাকেন।
ইসিতে রওশনের চিঠি, পার্লামেন্টারি বোর্ড গঠন ও সংসদীয় দলের সভা আহ্বান
এদিকে, জাপা চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ গতকাল বিকালেই নির্বাচন কমিশনে (ইসি) একটি চিঠি পাঠিয়েছেন। জাপার চেয়ারম্যান হিসেবে তার ছাড়া অন্য কারও স্বাক্ষর গ্রহণ না করতে তিনি ইসিকে অনুরোধ জানান। রংপুর-৩ আসনের আসন্ন উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন ও প্রতীক বরাদ্দেরে ক্ষেত্রে জিএম কাদেরের পাঠানো কোনো চিঠি যেন ইসি গ্রহণ না করে, সেজন্যই রওশন আগাম এই চিঠি দিয়ে রেখেছেন।
এদিকে, রওশন এরশাদের নেতৃত্বে দলের একটি সংসদীয় বোর্ডও গঠন ককরা হয়েছে গতকাল। ১৩ সদস্যের এই বোর্ডের রওশন চেয়ারম্যান ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সদস্য-সচিব। বোর্ডে সদস্য হিসেবে জিএম কাদের এবং তার অনুসারী কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কেও রাখা হয়েছে। এছাড়াও রয়েছেন- ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, আতিকুর রহমান আতিক ও মজিবুর রহমান সেন্টু। রওশন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে দলের প্রেসিডিয়াম সদস্যদের সমন্বয়ে এই বোর্ড গঠন করা হয়েছে।
ব্যারিস্টার আনিস গতকাল সন্ধ্যায় ইত্তেফাককে জানান, আগামী রবিবার দুপুর একটায় সংসদ ভবনে জাপার পার্লামেন্টারি পার্টির বৈঠক ডেকেছেন রওশন এরশাদ। ওইদিন বিকাল পাঁচটায় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে। এর আগে জাপার পার্লামেন্টারি পার্টির বৈঠকে কার্যত বিরোধীদলীয় নেতা মনোনয়ন নিয়েই আলোচনা হবে।
জিএম কাদের গঠিত পার্লামেন্টারি বোর্ড সাক্ষাতকার নেবে আজ
রংপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে জিএম কাদেরের গঠিত আট সদস্যের পার্লামেন্টারি বোর্ড আজ শুক্রবার বিকালে বনানী কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেবে। তবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও আজ কাদেরের নেতৃত্বাধীন বোর্ডে সাক্ষাতকার দিতে যাচ্ছেন না রওশনপুত্র সাদ এরশাদ।
রাঙ্গা কোথায় :রওশন ও জিএম কাদেরের নেতৃত্বাধীন উভয় পক্ষই মসিউর রহমান রাঙ্গাকে নিজেদের মহাসচিব হিসেবে দাবি করলেও তিনি গত চারদিন ধরে নিষ্ক্রিয় রয়েছেন। কোনো পক্ষের কোনো সভা বা অনুষ্ঠানেই তিনি যোগ দেননি। এমনকি অতি জরুরি ছাড়া অন্য কারও ফোনও ধরছেন না। গতকাল সংবাদ সম্মেলনের আগে জিএম কাদের বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি। ফলে তিনি নিজে রওশন বা জিএম কাদের- কাকে সমর্থন করছেন, সেটি এখনও পরিষ্কার নয়। জানা গেছে, গতকাল সড়ক নিরাপত্তা কাউন্সিলের একটি বৈঠকে রাঙ্গা অংশ নেন। তিনি এ কাউন্সিলের সদস্য।