প্রকাশ্যে ধূমপান করে বিপাকে সালমান খান
প্রকাশিত হয়েছে : ৫:৪০:৫৫,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪১৯ বার পঠিত

গণপতি বিসর্জন অনুষ্ঠানে ৫৩ বছর বয়সী ‘দাবাং’ তারকার নাচ সবারই দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু শেষটায় তার ধূমপানের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ভক্তদের ট্রলিংয়ের শিকার হয়েছেন ‘ভাইজান’। ভাইরাল হওয়া ভিডিওতে সালমান খানকে তার ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর সঙ্গে সিগারেট খেতে দেখা গেছে।
সালমান খানের আগামী সিনেমা ‘দাবাং ৩’। প্রভুদেব পরিচালিত এই সিনেমায় ‘চুলবুল পাণ্ডে’র সঙ্গে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা, সাইঈ মাঞ্জরেকর, কিচ্ছা সুদীপ, প্রমোদ খান্না এবং আরও অনেকে।
চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাবে ‘দাবাং ৩’।