আজ ১০ই মহরম পবিত্র আশুরা
প্রকাশিত হয়েছে : ১২:৫২:২৮,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬১২ বার পঠিত
ঊষারবাণী ডেস্ক : আজ দশই মুহাররম পবিত্র আশুরা। হিজরি সনের প্রথম মাস মুহাররমের দশ তারিখকেই আশুরা বলা হয়। আজ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে দিনটি পালিত হচ্ছে। হাদিস শরিফ ও প্রাচীন ধর্ম ইতিহাস গ্রন্থ অনুসারে মহররমের দশ তারিখে অনেক গুরুত্বপূর্ণ ঐশী ঘটনা ঘটেছে বলেই মুসলমানদের, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের কাছে আশুরার ধর্মীয় গুরুত্ব খুব বেশি। তাই ১০ মুহাররমকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।
দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে ইসলাম ধর্মাবলম্বী, বিশেষ করে শিয়া অনুসারীরা নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। অনেকে নফল রোজাও রাখেন। শিয়া সম্প্রদায়ের মুসলমানরা কারবালার সেই ঐতিহাসিক হৃদয়বিদারক ঘটনার স্মরণে প্রতীকী দুলদুল ঘোড়া সাজিয়ে, বুক চাপড়িয়ে, ধারালো ফলার আঘাতে শরীর রক্তাক্ত করে বের করবেন তাজিয়া মিছিল। অশ্রুসজল চোখে তারা হায় হোসেন হায় হোসেন বলে মাতম করবেন।
এ উপলক্ষে গত ক’দিন ধরেই রাজধানীর শিয়া সম্প্রদায়ের শত শত মানুষ তাদের পবিত্র স্থান হোসনি দালানকে ঘিরে পালন করেছেন নানা আনুষ্ঠানিকতা। শোকের আবহে কালো পতাকা উড়ানো হয়েছে। ইমাম হোসাইন (রা.) স্মরণে আয়োজন করা হয়েছে বয়ান, জিকির, মাতম ও শিরনি বিতরণসহ বিভিন্ন কর্মসূচি।
এছাড়া প্রলয়ংকরী তুফান থেকে হজরত নূহ(আঃ) এর কিশতির নাজাত লাভ, নমরূদের আগুন থেকে হজরত ইব্রাহিম (আঃ) এর মুক্তি, ফেরাউনের কবল থেকে হজরত মূসা (আঃ) ও বনি ইসরাইলের নাজাতসহ হজরত আইয়ুব (আঃ), হজরত দাউদ(আঃ), হজরত সুলায়মান (আঃ) ও হজরত ঈসা প্রমুখ আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহপাকের বিশেষ অনুগ্রহ লাভ করেন। এছাড়া এ দিবসে কিয়ামত হবে বলেও বর্ণনায় পাওয়া যায়।
এ দিবসে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সঃ) রোজা রেখেছেন। তাছাড়াও হযরত মুসা (আ) এর সময়ও তিনি ও তাঁর অনুসারীরা মহরমের সময় একটি রোজা রাথতেন। তবে প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সঃ) ও তাঁর প্রিয় উম্মতগন আশুরার সময় দুটি রোজা রাথার প্রচলন করেন। এখানে একটি কথা উল্লেখ্য যে, কারবালার বিয়োগান্তক ঘটনার সাথে আশুরার রোজা বা এবাদতের কোন সম্পর্ক নেই। ঐতিহাসিক ভাবে এ দিবসের তাৎপর্য অনেক বেশী এবং কারবালার ঘটনার অনেক অনেক আগে হতে আশুরার ইবাদতের প্রচলন ছিল যা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে।