হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন আহত
প্রকাশিত হয়েছে : ৩:৪৯:০৬,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৯৩ বার পঠিত
ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়ায় এলাকায় সড়ক দুর্ঘটনায় চাঁদের হাসি হাসপাতালের চেয়ারম্যান নুর উদ্দিনসহ একই পরিবারের ১০ জন আহত হয়েছে। সোমবার ( ৯ সেপ্টেম্বর) রাতে মাধবপুর উপজেলার ডাক্তার বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের চাঁদের হাসি প্রা. লি. হাসপাতালের চেয়ারম্যান নুর উদ্দিন স্ব-পরিবারে হবিগঞ্জ থেকে তার গ্রামের বাড়ি জগদিসপুরে যাবার উদ্দেশ্যে মাইক্রোবাস যোগে রওনা হলে গাড়িটি উল্লেখিত স্থানে পৌছলে গাছের সাথে ধাক্কা লাগলে ধুমরে-মুচড়ে যায়।
এ সময় নুর উদ্দিন (৫০) তার পিতা জুলহাস মিয়া (৮০), মা’ জমিলা খাতুন (৭০), ভাতিজা নাহিদ মিয়া (১০), খোকন আহমেদ (৩৫) ও হালিমা বেগমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় নাহিদ ও জুলহাসকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।