ওসমানীনগরে তাজিয়া নিয়ে সংঘর্ষ: নিহত ১
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:২৬,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮০ বার পঠিত
ডেস্ক রিপোর্ট : সিলেটের ওসমানীনগরে পাঞ্জাখানায় তাজিয়া নিয়ে যাওয়ার সময় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নিজ করনসী দক্ষিণ পারায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, তাজিয়া নিয়ে পাঞ্জাখানায় যাওয়ার পথে একই গ্রামের রশিদ মিয়া ও খালিক মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। এপর্যায়ে উভয়ের সাথে থাকা লোকজন সংঘর্ষে জরান। এ সময় খালিক মিয়া নিহত হন।
ওসমানীনগর থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।