প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেয়ায় বিএনপি নেতা দুদু’র বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ৬:৪৪:২০,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪৫ বার পঠিত
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা করেছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী ফিরোজুর রহমান মন্টু বলেন,মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালতে এ মামলার শুনানি হয়। আদালত পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
মামলাটি আমলে নিয়ে রাঙ্গুনিয়া থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। অভিযোগে বলা হয়, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে শেখ হাসিনাকে বিদায় নিতে বলে হুমকি দেন শামসুজ্জামান দুদু। মামলার বাদি অভিযোগ করেন, আসামি এই ধরণের পরিকল্পনার সাথে জড়িত। যেটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র।