সুনামগঞ্জে নৌকাডুবির ঘটনায় আরও ৪জনের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২:০২:২৪,অপরাহ্ন ২৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৪১ বার পঠিত
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মঙ্গলবার রাতে সময় মাছিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম (৩), একই গ্রামের বদরুল মিয়ার ছেলে আবিদ (৪), নোয়ারচর গ্রামের আফাজরে ছেলে সোহান (২) ও চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলে আজম (২) লাশ উদ্ধার করে। বুধবার সকালে আরো চারজনের লাশ উদ্ধার করা হয়। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো আটজন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, এখন পর্যন্ত শিশুসহ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।
ইত্তেফাক/আরকেজি