আগামীকাল থেকে সিলেটে হেলমেট ছাড়া মিলবে না পেট্রোল
প্রকাশিত হয়েছে : ৩:১৯:০২,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩১৪ বার পঠিত
নিউজ ডেস্ক : সিলেট নগরীর মিরাবাজারে ট্রাফিক পুলিশের উদ্যোগে ‘হেলমেট আছে তো জ্বালানি আছে’ কার্যক্রমের উদ্বোধন করা হবে আগামী ১ অক্টোবর মঙ্গলবার। সোমবার (৩০ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় মিরাবাজারস্থ মেসার্স বিরতি ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত থাকবেন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সাল মাহমুদ, ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।