শারদীয় দূর্গোৎসব উপলক্ষে কুলাউড়া উপজেলা পুজা পরিষদের মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৫:০০:১৪,অপরাহ্ন ০৪ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫২০ বার পঠিত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ‘বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ’ কুলাউড়ার আয়োজনে শ্রীশ্রী শারদীয় দূর্গোৎসব-২০১৯ উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় উক্ত মতবিনিময় সভা কুলাউড়া পৌরসভা হলরুমে অনুষ্টিত হয়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কুলাউড়ার সভাপতি বাবু অরবিন্দু ঘোষ বিন্দুর সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নির্মাল্য সেন মিত্র সুমনের প্রানবন্ত সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামিলীগ কুলাউড়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম,শফি আহমদ সলমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য দায়িত্বে আসা কুলাউড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা এ.টি.এম,ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ¦ শফি আলম ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল সাদেক কাওসার দস্তগীর, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মৌলভীবাজারের সভাপতি এডভোকেট পিযুষ কান্তি সেন, কুলাউড়া থানার অফিসার ইন-চার্য মোঃ ইয়ারদৌস হাসান, পুজা উদযাপন পরিষদ মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না, কুলাউড়া পৌরসভার কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, পুজা উদযাপন পরিষদ কুলাউড়া সভাপতি প্রদিপ দত্ত,
পুজা উদযাপন পরিষদ কুলাউড়ার সহ-সভাপতি অরুনাভ দে, যুগ্ম সাধারণ সম্পাদক অজয়দাস, পৌর সভাপতি ও কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশ^জিৎ দাস, মিডিয়া ব্যাক্তিত্ব ঊষারবাণী ডটকম এর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক সংবাদ কুলাউড়া প্রতিনিধি অধ্যাপক মোতাহের হোসেন, সাংবাদিক শরিফ আহমদ, আওয়ামিলীগ নেতা হুসেন মনসরউদ্দিন, ভাটেরা ইউনিয়ন পুজা পরিষদের সভাপতি ডাক্তার নিখিল রঞ্জন দাস সহ বিভিন্ন ইউনিয়নের পুজাপরিষদ সভাপতি ও সম্পাদক বৃন্দ ।
সভায় উপস্থিত অধিকাংশ পুজা পরিষদ নেতৃবৃন্দ বিগত সময়ে শারদীয় দূর্গোৎসবের সরকারী বরাদ্দ নিয়ে স্থানীয় সাংসদ সহ কতিপয় পথভ্রষ্ট নেতৃবৃন্দের দূর্ণীতির বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন , এতে করে বরাদ্দের ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে পুজামান্ডব গুলোকে বঞ্চিত করা হয়েছে। বক্তাগণ বর্তমান সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, উপজেলা চেয়ারম্যান এ.কে.এম,শফি আহমদ সলমান, উপজেলা নির্বাহি কর্মকর্তা এ.টি.এম,ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌরমেয়র আলহাজ¦ শফি আলম ইউনুস এর দৃষ্টি আকর্ষন করে জেলার অন্যান্য থানায় পুজোর বরাদ্দ বন্টনে যে নীতিমালা অনসৃত হচ্ছে কুলাউড়ায়ও অভিন্ন প্রকৃয়ায় বরাদ্দ প্রদানের দাবী জানানো হয়।
মতবিনিময় সভার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ.কে.এম,শফি আহমদ সলমান বিশেষ অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা এ.টি.এম,ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌরমেয়র আলহাজ¦ শফি আলম ইউনুস তাদের বক্তব্যে ভবিষ্যতে পুজোর বরাদ্দ প্রদানে অভিন্ন নীতিমালা অনুসৃত হবে এবং বরাদ্দের ন্যায্য মূল্য প্রাপ্তি হতে যাতে কেউই বঞ্চিত না হয় সে বিষয়ে গুরুত্ব প্রদান করা হবে বলে পুজারিগণকে আস্বস্থ করেন।