কুলাউড়া পৌরমেয়রের শারদীয় দুর্গাপুজায় মন্ডপ সমুহ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়
প্রকাশিত হয়েছে : ৪:০৩:২৯,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৬৯ বার পঠিত
পৌরসভা প্রতিনিধি : কুলাউড়া পৌর মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ শ্রী শ্রী শারদীয় দুর্গপুজা উপলক্ষে ০৯ অক্টোবর সোমবার রাতে কুলাউড়া পৌরসভার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় দুর্গোৎসবের আয়োজনকারী ও আগত পুজারিদের সাথে খুশল বিনিময় সহ সবার খোঁজ খবর নেন্। ধর্মপ্রাণ পুজারিগণ তাদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্টানে প্রিয় মেয়রকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হোন । তাদের সাথে আনন্দকে ভাগাভগি করার সুযোগ পাওয়ায় মেয়র শফি আলম ইউনুস পুজা মন্ডপ সমুহের আয়োজক ও পুজারিগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
শ্রী শ্রী হরিজন যুবসংঘ পুজা মন্ডপ জয়পাশা, কুলাউড়া পৌরসভা
পুজা মন্ডপ পরিদর্শন কালে মেয়র শফি আলম ইউনুসের সাথে ছিলেন কুলাউড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও কুলাউড়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি বাবু অরবিন্দু ঘোষ বিন্দু, দৈনিক সংবাদ প্রতিনিধি ও উষারবাণী ডট কমের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোহাম্মদ মোতাহের হোসেন, কুলাউড়া পৌরসভার কাউন্সিলর কায়সার আরিফ, অগ্রনী ব্যাংক শ্রীমঙ্গল এর ব্যবস্থাপক বাবু শ্রী প্রদিপ দত্ত, কুলাউড়া পৌর পুজা পরিষদের সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটি কুলাউড়ার সভাপতি বিশ্বজিৎ দাস, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য জাকির হোসেন প্রমুখ।
এ সময় পৌর মেয়র সহ সাথের অতিথি বৃন্দ কুলাউড়া শিবির রোডের ‘সনাতন শিশু কিশোর যুব সংঘ পুজা মন্ডপ’ , জয়পাশা রেলওয়ে কালিবাড়ী পুজা মন্ডপ, শ্রী শ্রী হরিজন সম্প্রদায় যুব সংঘ পুজা মন্ডপ জয়পাশা, মাগুরাস্থ তালতলা পুজা মন্ডপ, চৈতারী যুব সংঘ পুজা মন্ডপ, ও শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভূর দেবালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে দুর্গাপুজার আয়োজক ও ধর্মপ্রান পুজারিগণ মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুসের সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়শী প্রসংসা করে বলেন, সনাতনবান্ধব মেয়রের কল্যানে পৌরসভার সকল উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি পুজামান্ডপ গুলোতে অতীতের যেকোন সময়ের তুলনায় অনেক বেশী উন্নয়নমূলক কাজ হয়েছে। সে জন্য পুজারিগণ মেয়রের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও উত্তোরত্তর সফলতা কামনা করেন। প্রতি বছরের মতো এবছরেও দুর্গাপুজায় সরকারী আর্থিক বরাদ্ধ ছাড়াও ব্যাক্তিগত ভাবে অনেক বেশী সহায়তা করায় পুজা মন্ডপের নেতৃবৃন্দ মেয়রের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন।