ব্রাহ্মণবাজার পশ্চিম জালালাবাদ জামে মসজিদের নির্মান কাজ এগিয়ে চলছে
প্রকাশিত হয়েছে : ১২:১৮:১১,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৯২৩ বার পঠিত
যুক্তরাজ্যস্থ লন্ডন প্রবাসি মোঃ মোস্তফা খানের আর্থিক অনুদানে সম্পন্নের পথেপশ্চিম জালালাবাদ জামে মসজিদ এর নির্মান
ব্রাহ্মণবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ জামে মসজিদ এর অত্যাধুনিক নির্মান কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত জনসংখ্যা অধ্যুসিত এ এলাকায় এরকম বিশাল অর্থব্যয় করে একটি মসজিদ নির্মান করা যেখানে স্বপ্নেও অতীত ছিল , সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় একজন বিদেশীর বদান্যতায় তা বাস্তবে রুপ নিতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে মসজিদটির ছাদ ঢালাইয়ের কাজ সমাপ্ত হয়েছে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে এ নিয়ে এক মহা আনন্দ পরিলক্ষিত হচ্ছে।
উল্লেখ্য যে, সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কজাকাবাদ গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যস্থ লন্ডন প্রবাসি মোঃ মোস্তফা খান এর আর্থিক অনুদানে মসজিদটির অত্যাধুনিক নির্মান কাজ সম্পন্নের পথে। মৌলানা আব্দুল খালিক জালালাবাদির বন্ধুত্বের সূত্রেই উল্লেখিত দানবির লন্ডন প্রবাসি মোঃ মোস্তফা খান মসজিদটির নির্মানে এগিয়ে এসেছেন।
গত ১১ অক্টোবর শুক্রবার পুরো ব্রাহ্মনবাজার ইউনিয়নের আপামর জনসাধারণ সহ কুলাউড়ার বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিদের দাওয়াত করে মিলাদ শিরনির আয়োজন করে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মসজিদের ঢালাইকার্য সম্পন্ন করা হয়। মসজিদের ছাদঢালাই উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মসজিদের নির্মাননের প্রধান অনুদানকারী লন্ডন প্রবাসি মোঃ মোস্তফা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মনবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিরীগের সভাপতি মোঃ বাচ্চু খান, কুলাউড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ.কে.এম শাহজালাল, ইউছুফ–গণি কলেজের সিনিয়র প্রভাষক ও ঊষারবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোতাহের হোসেন, ব্রাহ্মনবাজার ইউনিয়র আওয়ামিরীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান শাহিন, সিরাজনগর চা বাগানের ব্যবস্থাপক শামীম খান, কারী মোঃ এখলাছুর রহমান, মোঃ ইউছুফ মিয়া, মোঃ ললা মিয়া, আছকির মিয়া, বাজিদ মিয়া, মদরিছ আলী, পশ্চিম জালালাবাদ মসজিদের ইমাম মৌলানা সোহেল আহমদ, শাহজাহান মিয়া, ফাহিমুর রহমান শাহিন, ফজলু মিয়া, রমিজ মিয়া, আবুল কালাম, আলীম উদ্দিন, সাজিদ মিয়া, রুশন মিয়া ও আব্দুছ ছালাম সহ অসংখ্য অতিথি বৃন্দ।