ইউরোপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩:৫১:৫৭,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ২৬১ বার পঠিত
উষার বাণী ডেস্ক : ১৪ দিনের সফরে ইউরোপ গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি জার্মানির উদ্দেশ্যে রওনা হন। এ সফরকালে তিনি ফ্রান্স, আজারবাইজান, ইতালি ও গ্রিস ভ্রমণ করবেন। সফরে ইউরোপের দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য নিয়ে বৈঠক ছাড়াও রোহিঙ্গা সংকটে তাদের সহায়তা চাইবেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, জার্মানি দিয়ে ইউরোপ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। এছাড়া জার্মানিতে বিজনেস সেমিনারেও যোগ দেবেন ড. মোমেন। জার্মানি থেকে ফ্রান্সে যাবেন পররাষ্ট্রমন্ত্রী। ফ্রান্সে ইকনোমিক ফোরামের বৈঠকে যোগ দেওয়ার পর সেখান থেকে তিনি যাবেন আজারবাইজানে।
দেশটিতে অনুষ্ঠেয় ন্যাম সামিটে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও যোগ দেওয়ারও কথা রয়েছে।
এরপর ইতালি ও গ্রিস সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আগামী ৩০ অক্টোবর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।