ভক্তদের ঈদের উপহার ঘোষণা দিলেন সালমান খান
প্রকাশিত হয়েছে : ৫:১২:৩৪,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪০৪ বার পঠিত
বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান খ্যাত নায়ক সালমান খান। তার ভক্ত দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে আছে। সবাই অপেক্ষা থাকেন কখন তাদের প্রিয় নায়কের নতুন সিনেমা আসবে। কোন চমক নিয়ে হাজির হবেন সালমান।
তেমনি সবাই বারবার জানতে চাইছিলেন ‘দাবাং’র তৃতীয় সিক্যুয়েলটি কবে মুক্তি পাবে? সেইসঙ্গে এটাও জানতে চাইছিলেন সবাই ‘দাবাং- ৩’র পর কী সিনেমা করবেন সাল্লু ভাই? সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির ভাইজান। নিজেই ঘোষণা দিয়ে জানান, পরিচালক প্রভুদেবার বহু প্রতিক্ষিত ছবি ‘রাধে’ মুক্তি পাবে ২০২০ সালের ঈদে। আগামী বছর ভক্তদের জন্যে এটিই হবে ভাইজানের ঈদ উপহার।
আর চলতি বছরের বড়দিনে তিনি ভক্তদের সামনে আসবেন ‘চুলবুল পান্ডে’ হয়ে ‘দাবাং ৩’ ছবিতে। এটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইউটিউবের একটি ভিডিও শেয়ার করেন সালমান। সেখানে সালমানকে একদিকে ‘দাবাং থ্রি’তে পুলিশ অফিসার চুলবুল পান্ডের সেই চেনা ভঙ্গিমায় দেখা যায়। অন্যদিকে ‘রাধে’ ছবির দৃশ্যে মারমুখী সালমানেরও দেখা মিললো।
অন্তর্জালে আসার এক দিন না পেরোতেই ভিডিওটি ১২ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এ ছাড়াও এটি এক লাখ ৮ হাজারেরও বেশি লাইক সংগ্রহ করেছে।
কোরিয়ান ছবি ‘দি আউটলস’-এর রিমেক হতে যাচ্ছে ‘রাধে’ সিনেমাটি। ‘রাধে’ প্রযোজনা করেছেন সালমানের ভাই সোহেল খান। ছবিতে সালমানের বিপরীতে অভিনেত্রী দিশা পাটানিকে অভিনয় করতে দেখা যাবে। এর আগে তাদের দুজনকে ‘ভারত’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল।