শেষ পর্যন্ত ক্ষমা পেলেন উপজেলা নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থীরা
প্রকাশিত হয়েছে : ১:২৪:৪৮,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৩১ বার পঠিত
বিশেষ প্রতিনিধি : ক্ষমা পেলেন বিগত উপজেলা নির্বাচনে বিদ্রোহী হওয়া আওয়ামী লীগের প্রার্থীরা। শর্ত সাপেক্ষে তাদের ক্ষমা করে দিয়েছে কেন্দ্র। অবশ্য তারা শোকজ নোটিশের জবাব দেয়ার সময় নিজেরা নিজেদের ভুল স্বীকার করেছিলেন। সিলেট আওয়ামী লীগের নেতারা জানান, সিলেটের বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের কমিটি গঠনের কাজ চলছে। তার আগেই কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসায় এখন বিদ্রোহীরা আবার সক্রিয় হয়েছেন। ২১শে অক্টোবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত বিদ্রোহীদের ক্ষমা করার পৃথক চিঠি প্রেরণ করা হয়েছে। সংগঠনের সিলেট জেলার কানাইঘাট উপজেলা সদস্য ও জেলার নেতা মস্তাক আহমদ পলাশ, গোয়াইনঘাট উপজেলার সদস্য মোহাম্মদ ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, সদস্য শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা সহসভাপতি কামাল আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম পল্লব বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের শোকজ করে কেন্দ্র। পরে তারা সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কথা স্বীকার করে দলের সভাপতি শেখ হাসিনার কাছে ক্ষমা চান।
ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থি কোনো কার্যকলাপে সম্পৃক্ত না হওয়ার লিখিত অঙ্গীকার করেন। তাদের লিখিত জবাব পর্যালোচনা করে এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে বিদ্রোহীদের ক্ষমা করে দিয়েছে কেন্দ্র। সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, সভানেত্রী দলের বিদ্রোহী প্রার্থীদের সবাইকে এবারের মতো ক্ষমা করে দিয়েছেন। দলের প্রতি ভবিষ্যতে দলের শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করার জন্যও নির্দেশ দিয়েছেন।