কুলাউড়ার মিডিয়া ভূবনে যুক্ত হলো অনলাইন পোর্টাল ‘দৈনিক নতুন সংবাদ’
প্রকাশিত হয়েছে : ১২:২৭:২৭,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ১৩০৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) এর ৪১ তম বংশধর আওলাদে রাসুল অধ্যক্ষ আলহাজ সাইয়্যেদ মাহবুবুর রহমান জৈনপুরী পীর(রঃ) বলেছেন, সংবাদ হতে হবে সত্য ও বস্তুনিষ্ট এবং আইন প্রয়োগকারী সংস্থা সহ সামাজের জন্য গ্রহনযোগ্য ও উপকারী। সাংবাদিকদের হতে হবে সত্যনিষ্ট। ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশে চলমান শুদ্ধি অভিযানের প্রশংসা করে বলেন, ‘দেশকে রক্ষা করতে হলে সবাইকে শুদ্ধি অভিযানে অংশ নিতে হবে।’
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল সিংগুর কাজীবাড়ী সংলগ্নস্থানে ৩০ অক্টোবর বুধবার বিকেলে অনলাইন পোর্টাল “দৈনিক নুতন সংবাদ” পত্রিকার শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আওলাদে রাসূল, এককালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র প্রিন্সিপাল সৈয়দ মাহবুবুর রহমান পীর জৈনপুরী উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
যুক্তরাজ্যস্থ কমিউনিটি নেতা ও পত্রিকার প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ ফারুক উদ্দিন আহমদ (সুন্দর) এর সভাপতিত্বে এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ.কে.এম. তাহিরুল হকের প্রাণবন্ত সঞ্চালনায় ‘নুতন সংবাদ’ পত্রিকার উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ, ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ভাষাণী ফাউন্ডেশন সম্পাদক ও দৈনিক সংবাদ কুলাউড়া প্রতিনিধি ঊষার বাণীর সম্পাদক ও প্রকাশক প্রভাষক মোহাম্মদ মোতাহের হোসেন, সাংবাদিক সমিতি কুলাউড়ার যুগ্নসাম্পাদক সাংবাদিক ফোরাম জেলা সহ সভাপতি দি নিউন্যাশন পত্রিকার সাংবাদিক এম মছব্বির আলী, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন, জুড়ী প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, প্রেস ক্লাব কুলাউড়ার সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, মৌলভীবাজার দীপ্ত নিউজের সম্পাদক ও ও প্রকাশক এন সি সির প্রতিবেদক দুরুদ আহমদ, চ্যানেল 24 জেলাপ্রতিনিধি এম,এ,হামিদ, মাই টিভির প্রতিনিধি ও পল্লী টিভির জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান, প্রেস ক্লাব কুলাউড়ার সহ-সভাপতি নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, সাংবাদিক এডভোকেট আনওয়ারুল ইসলাম, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সাংবাদিক সমিতি কুলাউড়ার সেক্রেটারী মো:নাজমুল ইসলাম, নতুন সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক আল ফেরদাউস, দৈনিক খবরের জেলা প্রতিনিধি মামুনুর রহমান, নব চেতনার জেলা প্রতিনিধি জাকির হোসেন, মৌমাছি কণ্ঠের সাংবাদিক জুয়েল আহমদ, দৈনিক নতুন সংবাদ পত্রিকার ভাইস চেয়ারম্যান কাজী একেএম বদরুল হক, সাংবাদিক শরীফ আহমদ, সাংবাদিক এনামুল ইসলাম প্রমুখ। অনুষ্টানে মৌলভীবাজার জেলা ও কুলাউড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।