সিলেট ব্যুরো : সিলেট বিভাগের ৮২টি ইউনিয়নে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ইউনিয়নগুলোতে চলে টানা ভোটগ্রহণ।

সিলেটের প্রায় প্রতিটি কেন্দ্রে ছিলো উৎসবের আমেজ। শতোর্ধ্ব বয়েসি মানুষকেও স্বত:স্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিতে দেখা যায়। পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

এদিকে মৌলভীবাজার থেকে ঊষারবাণী প্রতিবেদক পোলিং এজেন্টের বরাত দিয়ে জানান, সদর উপজেলার একাটুনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী মো. আবু সুফিয়ান বিজয়ী হয়েছেন।

নৌকার প্রার্থী মো. আবু সুফিয়ান পেয়েছেন ৭ হাজার ৯৩৫ টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শাহ গিয়াস উদ্দিন পেয়েছেন ২ হাজার ৯৯ ভোট।

এই ইউনিয়নে মোট ভোটসংখ্যা ছিলো ১৪ হাজার ১০৯। এর মধ্যে পুরুষ ৭ হাজার ২৪৯ জন, নারী ৬ হাজার ৮০৭। মোট ভোটকেন্দ্র ৯টি।