বরমচালে টিসিবি পন্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০:৫১:৪৬,অপরাহ্ন ২১ মার্চ ২০২২ | সংবাদটি ২৮৭ বার পঠিত
কুলাউড়া প্রতিনিধি : পবিত্র মাহে রামাদনকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
মার্চ ২০, দুপুরে টিসিবির পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম ফরহাদ চৌধুরী ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুলা্বউড়া থানার অফিসার ইনচার্য বিনয় ভূষন রায়, ওসি তদন্ত মো:আমিনুল ইসলাম ,কৃষি অফিসার মো:আব্দুল মোমেন, উপসহকারি কৃষি কর্মকর্তা মো:আমিনুল ইসলাম, বরমচাল ইউপি চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট , টি, সি বি ডিলার ও সাংবাদিক এ কে,এম তাহিরুল হক, সাংবাদিক মাহ্ফুজ শাকিল, সকল ইউ/পি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
সুন্দর ও সুশৃঙ্খলভাবে শতভাগ উপকার ভোগীর উপস্থিতিতে কার্যক্রম সম্পন্ন করায় এ,কে,এম এন্টারপ্রাইজ,সংশিষ্ট কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের ভূয়সী প্রশংসা করেন এলাকা বাসী সহ সকলে।
Tahirul


