কুলাউড়ার ভাটেরায় টিলাধসে ৩ শিশুর করুণ মৃত্যু !
প্রকাশিত হয়েছে : ৯:২৭:২১,অপরাহ্ন ২৬ মার্চ ২০২২ | সংবাদটি ৪৬৯ বার পঠিত
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মাটিচাপা পড়ে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৬ মার্চ) দুপুরে ভাটেরার ইসলাম নগর গ্রামের রাবার বাগান এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ৩ শিশুর মধ্যে ভাটেরার পশ্চিম ইসলামনগরের তছিবুর রহমানের ছেলে, সুমন মিয়া (১৫), আব্দুস ছালামের ছেলে নাহিদ আহমদ (১৪) ও আব্দুল করিমের ছেলে আব্দুল কবির (৯)।
পশ্চিম ইসলামনগরের নিকটবর্তী কলিমাবাদ গ্রামের বাসিন্দা মুরছালিন আহমদ জানান, রাবার বাগানের ভিতরে ঘাগরাছড়ার পার্শ্ববর্তী টিলায় ৩ শিশু পাখির বাসা দেখতে পেয়ে টিলার গর্তে প্রবেশ করলে তাৎক্ষনাৎ মাটি ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।