কুলাউড়ায় গণ সংবর্ধনায় সিক্ত হলেন কাজী বদরুল
প্রকাশিত হয়েছে : ১১:১২:২৯,অপরাহ্ন ২৭ মার্চ ২০২২ | সংবাদটি ২৯৫ বার পঠিত
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা কাজী সমিতির সভাপতি, মৌলভীবাজার জেলা কাজী সমিতির সহ:সভাপতি, নতুন সংবাদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী এ.কে.এম বদরুল হক বাংলাদেশ কাজী সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কুলাউড়া কাজী সমিতি, সিংগুর আদর্শ সমাজকল্যাণ পরিষদ, নতুন সংবাদ পরিবার,বরমচাল ব্যবসায়ী কল্যাণ সমিতি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সংবর্ধনায় সিক্ত হলেন কাজী এ.কে.এম বদরুল হক। দলমত নির্বিশেষে গদ বরমচাল বাজারে রণজিৎ চক্রবর্তী (রানা ডাক্তারের)সভাপতিত্বে ও ফয়েজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আনার উদ্দিন আনার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক আবুল হোসেন খছরু,বাজার কমিটির সভাপতি মো:বাবুল খান,সাধারণ সম্পাদক মো:হেলাল খান, লন্ডন প্রবাসী মো:সেবু উদ্দিন, খয়রুল আমিন খছরু, মো:মুফিজ খান,মো:সুজাত খান সহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অতিথি বৃন্দ কাজী বদরুল হকের ভূয়সী প্রশংসা করে একজন সাদামনের মানুষ হিসেবে আখ্যায়িত করে কুলাউড়া তথা বৃহত্তর মৌলভীবাজারের সম্মান কুড়িয়ে আনার জন্য ধন্যবাদ জানান।সংবর্ধিত কাজী বদরুল হক মহান আল্লাহর শোকরিয়া আদায় করে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেন।