আধ্যাত্বিক রাজধানী সিলেটে রমজানের আমেজ
প্রকাশিত হয়েছে : ৯:৪৬:৫২,অপরাহ্ন ০১ এপ্রিল ২০২২ | সংবাদটি ২৯১ বার পঠিত
ঊষারবাণী ডেস্ক : রমজানে সিলেটসহ সারা দেশে বদলে যায় জীবনযাত্রার স্বাভাবিক দৃশ্যপট। রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অনুযায়ী ধর্মপ্রাণ মানুষের মাঝে সৃষ্টি হয় ভিন্ন এক আমেজ। আমেজটা শুরু হয় প্রায় দু’সপ্তাহ আগে। মহিমান্বিত রজনীর পরপরই ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় দিন গুনতে শুরু করেন। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাতে তারা নানা কর্মসূচি গ্রহণ ও তা বাস্তাবয়নের নিতে থাকেন প্রস্তুতি। এবারও তাই হচ্ছে সিলেটজুড়ে। চারদিকে পরিবেশ পরিস্থিতি আর নানা প্রস্তুতি দেখা বুঝাই যায়, পবিত্র রমজান মাস এই এলো বলে!
এবার পবিত্র রমজান শুরু হচ্ছে তিন এপ্রিল রোববার থেকে। মানে শনিবার ( ২ এপ্রিল ) রাতে সেহরি খাওয়া। পরদিন থেকে টানা ত্রিশ দিনের উপবাসে আত্মশুদ্ধির ইসলামী রীতি।
রমজানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট হচ্ছে মসজিদগুলোতে তারাবির নামাজ আদায়। দুইভাবে এ নামাজ আদায় করা হয়। তার একটি হচ্ছে খতম তারাবি ও সুরা তারাবিহ। খমত তারাবিহ যেসব মসজিদে পড়ানো হয় তার প্রস্তুতি শুরু হয় অনেক আগে। মসজিদ কমিটির লোকজন কোরআনে হাফেজ নিয়োগের জন্য প্রয়োজনী কাজ শুরু করেন। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের বিভিন্ন মসজিদে ইতিমধ্যেই খতম তারাবির জন্য কোরআনে হাফেস নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন।