কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া পর্ব (১) আমাদের সমাজপতি
প্রকাশিত হয়েছে : ৫:৪৪:০৩,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২২ | সংবাদটি ২৭৭ বার পঠিত
তাহলে আপনার গ্রাম,ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলার সবচেয়ে বড় বিচারক হিসেবে যারা তকমা অর্জন করে নিয়েছেন—-
তাদের পিতা-মাতা,ভাই-বোন, চাচা-চাচী,চাচাতো ভাই-বোন, নিকট আত্মীয় -স্বজন, প্রতিবেশীর সাথে তাদের আচার -আচরণের খবর নিন।জেনে নিন নিজের পরিবার -পরিজনের সাথে তারা কেমন আচরণ করেছেন। জেনে নিন তাদের নিকটজন তাদের কাছ থেকে কতটুকু ন্যায়বিচার পেয়েছে।
জেনেছেন তো? শুনেছেন তো? তাহলে এখন নিশ্চয়ই আমার কথাগুলো অগ্রহণযোগ্য মনে হচ্ছে না? যে প্রদীপ আলো দেয়, তার নীচের অন্ধকার দেখে শিউরে উঠতে হয়।
আমাদের সমাজপতিদের,বিচারপতিদের এই চরিত্র দেখেই মনে হয়,আমাদের গীতিকবি লিখেছিলেন সেই কালজয়ী গান “বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা। ‘
এই জনতা কি কোনোদিন জাগবে?
বলবে এই ন্যায্যকথা, ” যার নিজের জীবনে,নিজের পরিবারে বিচার নেই, সে আমাদের বিচার করতে আসে কোন মুখে ? আমাদের বড় বড় নীতিকথা শুনায় কোন বিবেকে? আগে নিজের জীবনে,নিজের পরিবারে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে সে যেন আমাদের বিচার করতে আসে। নাহলে এমন অবিচারীর (অবিচারকের) বিচার আমরা মানি না,মানবো না। ‘
লেখক : মাহবুবুল ইসলাম কাজল, রাজনীতিবিদ ও সংস্কৃতি কর্মী