মাশরুর ফারহান তাহসিন, কুলাউড়া থেকে :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ‘কুলাউড়াস্থ ভুকশিমইল ইউনিয়নবাসীর’ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভূকশিমইল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মাশুক এর উদ্যোগে এবং কুলাউড়া এম.এ.গণি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোতাহের হোসেন, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সার্বিক সহযোগিতায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে কুলাউড়া শহরের ডাইনিং ডিলাইট পার্টি হলরুমে ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মোহাম্মদ মাশুক এর সভাপতিত্বে ও এম এ গণি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. মোতাহের হোসেন এর পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ মো. গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আর.এম.ও) ডা. জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুছ ছালাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাদি প্রমুখ।

এ সময় জুড়ী টিএন খানম সরকারী কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমদ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজ আহমদ, কালেরকন্ঠ পত্রিকার কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, নয়া দিগন্ত পত্রিকার কুলাউড়া প্রতিনিধি মইনুল হক পবন, ডিড রাইটার আব্দুল ওয়াহিদ ফুল, ব্যবসায়ী ফরহাদ আহমদ, সালাহ উদ্দিন রানু, মুবতাসিম ফুয়াদ তাসনিমসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাও. আবু সুফিয়ান।

ইফতার মাহফিল শেষে এক প্রতিক্রিয়ায় অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা মোহাম্মদ মাসুক বলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাসিন্দরা পুরো বাংলাদেশ সহ বহির্বিশ্বে যুগযুগ ধরে তাদের যোগ্যতা ও প্রতিভার স্মাক্ষর রেখে চলেছে। কুলাউড়া শহরের বিভিন্ন ক্ষেত্রে ভূকশিমইল বাসীর সাফল্য গগণচুম্বি হলেও সকলকে নিয়ে মিলনমেলার কোন আয়োজনের উদ্যোগ ইতোপূর্বে হয়নি বিষয়টি আমার উপলব্দিদে আসায় এ অনুষ্ঠানের আয়োজন। আশা করছি সকলের সার্বিক সহযোগিতা পেলে আগামিতে আরো বৃহত্তর পরিষরে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।