রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এ সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানেই বন্যা হবে সেখানেই আমরা বন্যা মোকাবেলা করবো। আমাদের দলীয় সব সংগঠন বন্যা মোকাবেলায় সর্বদা প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে বন্যা পরবর্তী সময়ে ঘরবাড়ি মেরামতেও আমাদের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে।’

সরকার প্রধান বলেন, ‘বন্যার পানি অপসারণে যেসব এলাকায় রাস্তা কেটে ফেলা হয়েছে সেসব স্থানে কালভার্ট অথবা ব্রিজ নির্মাণ করা হবে, যাতে ভবিষ্যতে বন্যা হলে খুব সহজেই পানি নেমে যেতে পারে।

শুরুতে প্রধানমন্ত্রী সিলেট ও সুনামগঞ্জের বন্যা নিয়ে কথা বলছেন। বন্যা মোকাবেলায় সরকারের উদ্যোগ তুলে ধরছেন সাংবাদিকদের কাছে। একই সঙ্গে আওয়ামী লীগের উদ্ধার ও ত্রাণ তৎপরতার কথাও উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি।

প্রধানমন্ত্রী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন। এছাড়া মঙ্গলবার তিনি বন্যা কবলিত সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা পরিদর্শন করেন।