কুলাউড়ার নতুন ইউএনও মাহমুদুর রহমান খন্দকার
প্রকাশিত হয়েছে : ১২:৫৫:৩১,অপরাহ্ন ১৪ জুলাই ২০২২ | সংবাদটি ২৭৪ বার পঠিত
খাদিজা ইসলাম, কুলাউড়া : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. মাহমুদুর রহমান খোন্দকার।
বুধবার (১৩ জুলাই) দুপুরে তিনি বিদায়ী ইউএনও পদোন্নতিপ্রাপ্ত সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম ফরহাদ চৌধুরীর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করে কুলাউড়ায় যোগদান করেন।
জানা গেছে, বরিশাল জেলার অধিবাসী ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের মো. মাহমুদুর রহমান খোন্দকার টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদ থেকে পদোন্নতি নিয়ে কুলাউড়ায় ইউএনও পদে বদলি হন। অপর দিকে কুলাউড়ার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী পদোন্নতি নিয়ে সুনামগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি হয়েছেন।