জি-৭ : ফটোসেশনের মাঝেই ট্রাম্পের কাণ্ড!
প্রকাশিত হয়েছে : ৭:৫৪:০১,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪৭ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন ‘গ্রুপ অব সেভেনে’র (জি-৭) ৪৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। ফ্রান্সের সাগরঘেঁষা শহর বিয়ারিজে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ সম্মেলনে রোববার (২৫ আগস্ট) ফের আরেক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন ট্রাম্প।
তখন জি-৭ সম্মেলনের ফাঁকে এককাতারে বিশ্বনেতারা ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলেন।
এই সরকারি অনুষ্ঠানেও ট্রাম্পকে তার স্ত্রী মেলানিয়ার হাতে ধরে থাকতে দেখা যায়। ফটোসেশন চলাকালীনই ট্রাম্পকে দেখা গেলো জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে চুমু খেতে।
আবার এক ফাঁকে মার্কিন ফার্স্ট লেডিকে দেখা গেলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে উচ্ছ্বসিত ভাববিনিময় করতে। .ট্রাম্প সেসময়ও হাত ধরে রেখেছিলেন মেলানিয়ার।
এই ফটোসেশনে একসময়ের অন্যতম বড় পরাশক্তি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে একেবারে এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।