মৌলভীবাজারে ‘সুজন’ এর গোলটেবিল বৈঠক
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:৩২,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৩৭ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি : মানবাধিকার সংস্থা “সুজন” সুশাসনের জন্য নাগরিক’ মৌলভীবাজার জেলা কমিটির আয়োজনে ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা’ শ্লোগান কে সামনে নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্টিত হলো গতকাল। মৌলভীবাজার জেলা শহরের সেন্ট্রাল রোডস্থ ইস্টার্ণ হোটেলে এ জনাকীর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ আগষ্ট রোববার বিকাল ৪ঘটিকার সময় অনুষ্টিত এ গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সুজন” সুশাসনেরজন্য নাগরিক’ এর কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলিপ সরকার। সুজন এর মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক জহুর লাল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির জেলা সভাপতি এডভোকেট আব্দুল মতিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায় কল্যান সমিতির সভাপতি মইনুল ইসলাম শামীম, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুলাউড়া ব্যবসায় কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, মানবাধিকার সংস্থা মানবতার জন্য ভাসানী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সম্পাদক ও হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ কুলাউড়ার সভাপতি অধ্যাপক মোতাহের হোসেন, সুজন’ কুলাউড়া উপজেলা সভাপতি ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি বদরুল হোসেন খান, জাসদ নেতা শফিক মিয়া আফিয়ান, বিশিষ্ঠ ব্যবসায় ও সমাজ কর্মী রুহুল আমিন সহ শিক্ষক, সাংবাদিক,বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক বৃন্দ।
সভায় জেলার বিপুল সংখ্যক সচেতন ও বুদ্ধিদীপ্ত নাগরিকদের নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বর্তমান সমস্যা ও এ থেকে উত্তরণের উপায় এবং সম্ভাবনা বিষয়ে বক্তাগণ নিজ নিজ মতামত তুলে ধরেন এবং এ বিষয়ে জনমত ও জনসচেনতার উপর গুরুত্ব আরোপ করা হয়।