তুরস্কে বোমা বিস্ফোরণে নিহত ৭, গুরুতর আহত অন্তত ১০
প্রকাশিত হয়েছে : ৬:৫৯:৩৯,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৬২ বার পঠিত

Army service buses burn after an explosion in Ankara, Turkey, Feb. 17, 2016. Defne Karadeniz—Getty Images
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে এক গাড়িতে বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন। ওই গাড়িটি গ্রামবাসীদের নিয়ে যাচ্ছিলো। রাস্তায় থাকা বোমা বিস্ফোরণে গাড়িটি বিস্ফোরিত হয়।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রদেশের কুল্প জেলায় এ দুর্ঘটনা ঘটে। দিয়ারবাকিরের গভর্নর কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ কথা জানিয়েছে।
গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, গ্রামবাসীদের নিয়ে একটি গাড়ি করে সড়ক দিয়ে যাওয়ার সময় আগে থেকেই পুঁতে রাখা ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
তুরস্কের উগ্র বামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলা চালিয়েছে বলে কর্তৃপক্ষের ধারণা।