প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তি পুরস্কার দেবে ভারত
প্রকাশিত হয়েছে : ১১:৫৩:৩৪,অপরাহ্ন ০২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৮৭ বার পঠিত
ঊষারবাণী ডেস্ক : ভারতের মর্যাদাপূর্ণ গবেষণা সংস্থা এশিয়াটিক সোসাইটি এ পুরস্কার দেবে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে। এই প্রথম ভারত কোনও বিদেশি রাষ্ট্রপ্রধানকে শান্তি পুরস্কারে ভূষিত করতে যাচ্ছে।আগামী ৩ অক্টোম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রনে ভারতে সফরে যাচ্ছে শেখ হাসিনা। তিনি সেখানে ৬ অক্টোম্বর পর্যন্ত অবস্থান করবেন।
শেখ হাসিনার সফরে বেশ কয়েকটি চমক রয়েছে যা আগামী দিনে জানানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩-৪ অক্টোবর ইন্ডিয়া সামিটে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন। তিনি ভারতের সঙ্গে যৌথ সহযোগিতা ঘোষণা করবেন এবং ভারত ও বাংলাদেশ বিজনেস সিইও ফোরাম ঘোষণা করবেন।