টয়লেটে গোপন ক্যামেরা, ককপিটে বসে লাইভ স্ট্রিম পাইলটের!
প্রকাশিত হয়েছে : ৩:৫৫:১২,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩০০ বার পঠিত

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ২০১৭ সালে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পিটসবার্গ থেকে ফোনিক্স যাচ্ছিল বিমানটি। বিমানের ক্যাপ্টেন টেরি গ্রাহাম শৌচাগারে যাবেন বলে সহকারী ফ্লাইট অ্যাটেনডেন্ট রেনি স্টেইনাকেরকে ককপিটে ডাকেন। তখনই রেনি দেখতে পান যে গ্রাহামের আইপ্যাডে শৌচাগারের দৃশ্য লাইভ স্ট্রিমিং চলছে। এই বিষয়ে প্রশ্ন করলে কো-পাইলট রায়ান রুসেল জানান, এটি নিরাপত্তার খাতিরে এয়ারলাইন্স থেকেই রাখা হয়েছে।
আরিজোনা স্টেট কোর্টে এই বিষয়ে মামলা করেন স্টেইনারেক। তিনি দাবি করেন, এই বিষয়ে যেন তিনি কাউকে কিছু না জানান সে জন্য তাকে বিমান কর্তৃপক্ষ নির্দেশ দেয়।
এছাড়া স্টেইনারেক অভিযোগ করেন, মামলা করার পর সাউথওয়েস্ট এয়ারলাইন্স তাকে ও একই সংস্থায় চাকরি করা তার স্বামীকে নানা ভাবে হেনস্থা করে।
তবে সাউথওয়েস্ট এয়ারলাইন্স রবিবার এক বিবৃতিতে স্টেইনারেকের অভিযোগ মিথ্যা বলে দাবি করে। সেইসঙ্গে ২০১৭ সালের ওই ঘটনা ‘গুজব’ বলে জানান। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা চলছে বলে খবরে বলা হয়েছে।