২১০ কোটি টাকা পাচ্ছেন বাগদাদির সংবাদদাতা
প্রকাশিত হয়েছে : ৪:৩২:০০,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩২৯ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদির খবর দেওয়া ব্যক্তিকে পুরস্কার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তি আড়াই কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২১০ কোটি টাকারও বেশি) পাবেন বলে জানা গেছে।
ওয়াশিংটন পোস্টের এক রিপোর্ট থেকে জানা যায়, ওই ব্যক্তির নির্ভুল তথ্যের কারণেই বাগদাদির কাছে পৌঁছাতে পেরেছিল মার্কিন সেনারা।
উত্তর-পশ্চিম সিরিয়ায় আইসিস প্রধানের সুরক্ষিত ভবনের খবর মার্কিন সেনাদের কাছে পৌঁছে দেয় এক চর। এরপর বাগদাদির বিরুদ্ধে অভিযানে নামে মার্কিন বিশেষ বাহিনী। তারা বাগদাদির আশ্রয়স্থলটি গুঁড়িয়ে দেয়। সেনা কুকুরের ধাওয়া খেয়ে বাগদাদি পালানোর চেষ্টা করেন। সুরক্ষিত ভবনের সুড়ঙ্গে গিয়ে আশ্রয় নেন আইসিস প্রধান। একপর্যায়ে পরনে থাকা বিস্ফোরক দিয়ে আত্মঘাতী হন।তবে বাগদাদির খবর দেওয়া ওই চরের পরিচয় গোপন রাখা হয়েছে। সুরক্ষা দিতেই তার পরিচয় ফাঁস করেনি যুক্তরাষ্ট্র।
বাগদাদির সুরক্ষিত ভবনের খুঁটিনাটি জানা ছিল ওই চরের। সেখানে ক’টি ঘর, সেগুলো কেমন, কোনো ঘরে কী আছে- এমন যাবতীয় খুঁটিনাটি তথ্য নখদর্পণে ছিল ওই চরের।
জানা যায়, ওই চর একজন সুন্নি আরব। ইসলামিক স্টেটের হাতে তার স্বজনেরা নিহত হন। এর বদলা নিতেই তিনি মার্কিন সেনার পক্ষ নেন। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মাধ্যমে তার খোঁজ পেয়েছিলো মার্কিন প্রশাসন।