সৌদি বাদশাহকে চিঠি লিখলেন ইরানের প্রেসিডেন্ট রুহানি
প্রকাশিত হয়েছে : ৩:৪৩:৪৯,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৪০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কাছে চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। চিঠিতে আঞ্চলিক শান্তি স্থাপনে সৌদি বাদশাহকে আহ্বান জানিয়েছেন রুহানি। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, একটি সংবাদ সম্মেলনে ইরানি মুখপাত্র আলী রাবি চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। সোমবার আলী রাবি জানান, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতায় সৌদি বাদশাহকে এই চিঠি পাঠিয়েছেন রুহানি। তিনি বলেন, ‘আমরা মনে করি আঞ্চলিকভাবে নানা দ্বি-পাক্ষিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের চাপে প্রতিবেশীদের মধ্যে দূরত্ব তৈরি হওয়া উচিত নয়।’
গালফ কোঅপারেশন কাউন্সিল (পিজিসিসি) সদস্যভুক্ত দেশ এবং ইরাকের কাছেও এমন চিঠি পাঠিয়েছেন রুহানি। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ‘হরমুজ প্রণালিতে শান্তির’ আহ্বান জানিয়ে ভাষণের পর আঞ্চলিক স্থিতিশীলতায় এসব চিঠি লিখেন ইরানের প্রেসিডেন্ট।