সৌদিতে আরো এক হাজির মৃত্যু, মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
প্রকাশিত হয়েছে : ৮:০৬:৪০,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১৮ বার পঠিত
নিউজ ডেস্ক : হজ পালন করে মক্কায় শেখ মতিয়ার রহমান (৫৬) নামে এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাঁকে নিয়ে চলতি বছর সৌদি আরবে হজের আগে ও পরে মোট ১০১ হজযাত্রী মারা গিয়েছেন। গতকাল শনিবার বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা শেখ মতিয়ার রহমান পবিত্র মক্কা আল-মুকাররমায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পাসপোর্ট নম্বর ইএ-০০৫৫৯৬৪১।
তিনি গত ৪ আগস্ট বেসরকারি লিমা ট্রাভেল এজেন্সির মাধ্যমে সৌদি এয়ারলাইন্সের এসবি ৩৮২৩ ফ্লাইটযোগে হজ পালন করতে যান। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে জানা গেছে, সৌদি আরবে এ বছর মৃত ১০১ হজযাত্রীর মধ্যে পুরুষ ৮৫ ও নারী ১৬ জন। এর মধ্যে শুধুমাত্র মক্কায় ৯০, মদিনায় ১০ ও জেদ্দায় একজন মারা যান।