বাংলাদেশের কাছে ১০৬ রানে অলআউট ভারত
প্রকাশিত হয়েছে : ৩:৫৯:৩৩,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫০১ বার পঠিত

ইনিংসের শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে জুনিয়র টাইগাররা। দুই পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ও তানজিম হাসান সাকিব পরপর দুই ওভারে অরুন আজাদ (০) ও তিলাক বার্মাকে (২) ফেরান । রান আউটে কাটা পড়ে পার্কার (৪)।
এর পর উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন অধিনায়ক ধ্রুব জুরেল ও রাওয়াত। তারা ৪৫ রানের জুটি গড়েন। কিন্তু বাংলাদেশের অফস্পিনার শামীম নিজের প্রথম ওভারেই নেন দুই উইকেট। রাওয়াত ১৯ রানে এলডিব্লিউ হওয়ার পর লাভান্ডে পয়েন্টে মৃত্যুঞ্জয়ের হাতে ক্যাচ দেন শূণ্য রানে। আনকোলেকারকে রান আউট করেন মাহমুদুল হাসান জয়। শামীমের চতুর্থ ওভারে কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন ভারতের অধিনায়ক জুরেল।
কারান লালের কল্যাণে কোনোমতে তিন অঙ্কের দেখা পায় ভারত। মৃত্যুঞ্জয়ের বলে ক্যাচ দেওয়ার আগে কারান লাল করেন ৩৭ রান। বাংলাদেশের সেরা বোলার স্পিনার শামীম। ছয় ওভারে দুই মেডেনে আট রানে তিন উইকেট নেন তিনি। মৃত্যুঞ্জয় পেয়েছেন তিন উইকেট।