সবুজের জয়, প্রস্তুতি ম্যাচ খেলছেন না সাকিব
প্রকাশিত হয়েছে : ৩:৩৮:৩৭,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪১৭ বার পঠিত
এ দিকে প্রস্তুতি ম্যাচে ৪ রান করে আউট হওয়া মুশফিকুর রহিম মেজাজ হারিয়েছেন। গতকাল এক দর্শককে তেড়ে গেছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আউট হয়ে ফেরার সময় ইমরান হাসান নামের এক দর্শক মুশফিককে উদ্দেশ্য করে বলেছেন, ‘ভাই ব্যাটের দিকে না, আমার দিকে তাকান।’ তা শুনেই গ্যালারিতে উঠে আসেন মুশফিক। ব্যাট হাতে তেড়ে আসেন জামালপুরের ছেলে ইমরানের দিকে। পরে উপস্থিত সাংবাদিকরা নিবৃত করেছেন অগ্নিশর্মা হওয়া মুশফিককে।
প্রস্তুতি ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সবুজ দল ৫০ রানে হারিয়েছে বিসিবি লাল দলকে। সবুজ দলের ১৪৩ রানের জবাবে ৯৩ রানে অলআউট হয়েছে লাল দল। সবুজ দলের ইয়াসির আলী রাব্বি ৩৯, ইমরুল কায়েস ৩২, নাঈম শেখ ২৯, শান্ত ২, মিঠুন ২, সাব্বির ৪, মিরাজ ২, রিশাদ ১৩ রান করেন। লাল দলের হয়ে লেগ স্পিনার বিপ্লব ৩টি, আবু হায়দার রনি ৩টি উইকেট পেয়েছেন।
লাল দলের ব্যাটসম্যানদের মধ্যে মুশফিক ৪, মাহমুদউল্লাহ ৭, লিটন ৩৬, সৌম্য ০, আফিফ ৮, মোসাদ্দেক ১ রান করেন। সবুজ দলের বাঁহাতি স্পিনার আরাফাত সানি ৩ উইকেট নেন।