কুলাউড়ায় কলেজ শিক্ষিকার উপর সন্ত্রাসী হামলা, আসামী শ্রীঘরে
প্রকাশিত হয়েছে : ৫:২৫:১৬,অপরাহ্ন ১৪ আগস্ট ২০২২ | সংবাদটি ৪৪০ বার পঠিত
খাদিজা ইসলাম, কুলাউড়া থেকে : মৌলভীবাজারের কুলাউড়ায় ‘লংলা আধুনিক ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক নাজমা বানুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় রাশেদ আহমদ চৌধুরী (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ আগষ্ট শনিবার দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পালগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুলাউড়া থানা পুলিশ।
কুলাউড়া থানা হতে প্রাপ্ত তথ্য মতে , লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা নাজমা বানু কলেজের পাশে মুদিপুর এলাকায় আসামী রাশেদের ভাই শামীম মিয়ার বাসায় ভাড়া থাকতেন। শামীম দেশে না থাকায় ওই বাসার কেয়ার টেকার হিসেবে রাশেদ দেখাশোনা করতেন। কয়েকদিন যাবৎ উক্ত বাসায় রাশেদ পানি সরবরাহ করতে বিভিন্ন সমস্যা করছিলেন। বিষয়টি রাশেদকে বারবার বলার পরও পানির সমস্যা সমাধান করে না দেয়ায় রাশেদের মামা আমুদ মিয়াকে শুক্রবার বিষয়টি অবহিত করেন নাজমা বানুর স্বামী কুলাউড়া উপজেলার অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব। এতে শুক্রবার রাত ৯টার দিকে রাশেদ ক্ষিপ্ত হয়ে নাজমা বানুসহ তার স্বামীর উপর বাসায় গিয়ে অতর্কিত হামলা চালায়। আসামী রাশেদের কিল-ঘুষি ও লাথির আঘাতে আব্দুল মতলিব মাটিতে পড়ে গেলে রাশেদ তার হাতে থাকা ডেগার দিয়ে তাকে প্রাণে হত্যার চেষ্ঠাকালে নাজমা বানু স্বামীর প্রাণ রক্ষার্থে প্রাণের ঝুকি নিয়ে এগিয়ে এলে সন্ত্রাসী রাশেদ তাকেই ডেগার দিয়ে হত্যার জন্য আক্রমন করে। এতে তিনি মারাত্বকভাবে আহত হন। এ ঘটনায় রাতেই নাজমা বানু থানায় অভিযোগ দিলে শনিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করে।
এদিকে, কলেজের শিক্ষিকা নাজমা বানুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামি রাশেদকে গ্রেপ্তারের দাবিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুলাউড়া-রবিরবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষার্থীরা। পরে দুপুর ১টার দিকে পুলিশ আসামি রাশেদকে গ্রেপ্তার করলে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ প্রত্যাহার করে।
নাম প্রকাশ না করার শর্তে রাউতগাও ও পৃথ্বিমপাশা এলাকার বিশিষ্ট কয়েকজন জানান, সন্ত্রাসী রাশেদ এলাকায় বেশ বেপরোয়া প্রকৃতির এক যুবক। অনলাইনে ফ্রিলান্সিং করার নামে দীর্ঘ দিন যাবত অনলাইন হ্যাকিং সহ এলাকায় নানা অপকর্মে র সাথে দীর্ঘদিন যাবত জড়িত। তার ঔদ্বত্বপূর্ণ আচরণের কারণে পরিবারের সাথেও তার ভালো সম্পর্ক নেই।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষিকা নাজমা বানুকে মারধরের পর থেকে রাশেদ আত্মগোপনে চলে যায়। শনিবার দুপুরে তাকে রাউৎগাঁওয়ের পালগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।